Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নেত্রকোনা টিএসসিতে কিভাবে যাবেন





নেত্রকোনা টিএসসিতে কিভাবে যাবেন / আসবেন  ?


সড়ক পথেঃ


বাসযোগে আসলে মহাখালী ঢাকা বাসষ্ট্যান্ড হতে শাহজালাল (র:) গেইটলক বাসে করে এসে পারলা, ঢাকা বাসষ্ট্যান্ডে নামতে হবে। অথবা এনা বাসে ময়মনসিংহ মাসকান্দা বাসষ্ট্যান্ডে নেমে রিক্সা কিংবা অটোতে ব্রহ্মপুত্র ব্রীজের কাছে নেমে নেত্রকোনা বাস কাউন্টার হতে মহুয়া বাসে করে এসে পারলা, ঢাকা বাসষ্ট্যান্ডে নামতে হবে। নেমে অটো কিংবা রিক্সায় করে সাতপাই রেলক্রসিং আসতে হবে। ভাড়া অটোতে হলে জন প্রতি ২০ (বিশ) টাকা আর রিক্সাতে হলে জনপ্রতি ৪০ (চল্লিশ) টাকা নিবে।


রেল পথেঃ


কমলাপুর ষ্টেশন হতে ট্রেইনযোগে আসলে নেত্রকোনা বড় ষ্টেশনে নামতে হবে। নেমে অটো কিংবা রিক্সায় সাতপাই রেলক্রসিং এসে নামতে হবে। ভাড়া সর্বোচ্চ জন প্রতি ১০ (দশ) টাকা নিবে এটাই নেত্রকোনার নূন্যতম ভাড়া। রেল ষ্টেশন হতে প্রতিষ্ঠান খুবই কাছে। ষ্টেশন হতে দেখা যায় হেঁটে গেলে মাত্র ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে।



নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কোন কন্টেন্ট, ছবি, ভিডিও এমনকি কোন প্রয়োজনীয় ডকুমেন্টস কর্তৃপক্ষেরে অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যদি কেহ বে-আইনিভাবে/ ইচ্ছাকৃতভাবে কোন কন্টেন্ট, ছবি, ভিডিও এমনকি কোন প্রয়োজনীয় ডকুমেন্টস এর বিকৃতি ঘটায় 

তাহলে সরকারের অনলাইন ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ী থাকিবেন। -- অধ্যক্ষ, টিএসসি, নেত্রকোনা।