Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নেত্রকোণা টিএসসি

নেত্রকোণা জেলার সদর উপজেলায় অবস্থিত একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ । প্রতিষ্ঠানটি নেত্রকোণা জেলা সদরের সাতপাই এলাকায় ৩.৩১(তিন দশমিক তিন এক) একর জমির উপর বড় রাস্তার পাশে মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত । এর পাশে রয়েছে নেত্রকোণা সরকারি পিটিআই, নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস (মাধ্যমিক) । এর অনতিদূরে রয়েছে লেবেল ক্রসিং বৃহৎ বাজার ও নেত্রকোণা রেল স্টেশন, যা বড় স্টেশন নামে পরিচিত। অবস্থানগত দিক থেকে প্রতিষ্ঠানটি নেত্রকোণার শিক্ষা কলোনীতে রয়েছে । পরিবেশ না থাকলে যেমন আমাদের সমাজের কোন অস্তিত্ব থাকবে না, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ না থাকলে তাও সংকটের মুখে পড়ে। নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সুন্দর পরিবেশ নিয়ে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। আর এই সুন্দর পরিবেশের ভেতর দিয়ে ছাত্র ছাত্রীরাও সুন্দর ও সুগঠিত জীবন নিয়ে বেড়ে উঠে। কোলাহলমুক্ত সুশৃঙ্খল ও উন্মুক্ত পরিবেশ গড়ে উঠেছে বলে ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটে সাবলীলভাবে এবং অত্র প্রতিষ্ঠান দক্ষ শিক্ষক / শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়। অত্র প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়।



নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কোন কন্টেন্ট, ছবি, ভিডিও এমনকি কোন প্রয়োজনীয় ডকুমেন্টস কর্তৃপক্ষেরে অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যদি কেহ বে-আইনিভাবে/ ইচ্ছাকৃতভাবে কোন কন্টেন্ট, ছবি, ভিডিও এমনকি কোন প্রয়োজনীয় ডকুমেন্টস এর বিকৃতি ঘটায় 

তাহলে সরকারের অনলাইন ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ী থাকিবেন। -- অধ্যক্ষ, টিএসসি, নেত্রকোনা।